
স্পোর্টস ডেস্ক: বাঙালি নয় কলকাতার ছেলে। বাঙালি বললেও ভুল হবে না। তিনি লিয়েন্ডার পেজ। টেনিস দুনিয়ার বাদশাহর টেনিসের বাইরে শখ ক্রিকেট। আর সেই কারণেই ২০২৩ বিশ্বকাপ ট্রফি উন্মোচনে তাকে আমন্ত্রণ জানালো সিএবি। পুরো অনুষ্ঠান উপভোগ করলেন। আর অনুষ্ঠানের শেষে লিয়েন্ডার পেজ বলেন, “ছোট থেকে ইডেন গার্ডেন্সে ভারতের খেলাকে কেন্দ্র করে মানুষের উন্মাদনা শুনে বড় হয়েছি। ভারতীয় দলকে সত্যি ভালো লাগত কপিল দেব, সুনীল গাভাসকর সহ পুরো ভারতীয় দলকে এই মাঠে খেলতে দেখেছি আমি। এই মাঠে খেলতে দেখেছি ভিভিয়ান রিচার্ডস, অ্যালান বর্ডারকে। তিন দশকের কেরিয়ার আমার, আমি দেখেছি কী ভাবে ক্রিকেটের উন্নতি ঘটেছে আর কী ভাবে এই খেলা সাফল্য অর্জন করেছে। ঘরের মাটিতে ভারতীয় দলের খেলা দেখার জন্য আমি মুখিয়ে আছি। সমগ্র ভারতীয় দলের জন্য আমার শুভ কামনা রইল।’ বিশ্বকাপে কোন ম্যাচ দেখতে মুখিয়ে! লিয়েন্ডার বললেন,’ভারত -পাকিস্তান ম্যাচটা সত্যিই উপভোগের হবে। কিন্তু ইডেনে ভারত -দক্ষিণ আফ্রিকা ম্যাচটাও ভালো হবে বলে আশা করছি। ‘
এছাড়া সিএবি তথা সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্য লিয়েন্ডার বলেন, “স্নেহাশিস এবং তাঁর পুরো টিম আজ দারুণ ভাবে এই ট্রফি উন্মেচনের অনুষ্ঠান আয়োজন করল। বিশ্বকাপকে ঘিরে দারুণ কাজ করছে সিএবি। ইডেনের উন্নতি হয়েছে। বিশ্বকাপও ভালোভাবে সফল হবে আশা রাখছি।’