
শুভাশিস চট্টোপাধ্যায়ঃ সমলিঙ্গের বিয়ে মামলায় মঙ্গলবার কোনও রায় দিল না সুপ্রিম কোর্ট। সম্পর্ককে স্বীকৃতি দিলেও শীর্ষ আদালতের প্রধান বিচারপতির পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই বিষয়ে সিদ্ধান্ত নেবার ক্ষমতা পার্লামেন্টের উপরই ছেড়ে দিল। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সমস্যা সমাধানের জন্য কেন্দ্রকে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। সেই কমিটি সব দিক খতিয়ে দেখে কেন্দ্রকে রিপোর্ট দেবে। পাশাপাশি আদালতের নির্দেশ সমকামী বা এলজিবিকিউ সম্প্রদায়ের কোনও মানুষকে হেনস্থা করা যাবে না। এমন কি তদন্তের নামে তাঁদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদও করা যাবে না, বা তাঁদের জোড় করে বাড়ি ফিরতেও বাধ্য করা যাবে না।
এদিকে সমলিঙ্গের যুগলরা সন্তান দত্তক নিতে পারবেন কিনা সেই প্রশ্নেও দ্বিধাবিভক্ত সুপ্রিম কোর্ট। এদিন রায়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, বিষমকামীরাই ভাল অভিভাবক হতে পারেন আর সমকামীরা পারেন না এমন অনুমান আইন অনুমান করতে পারে না। বিচারপতি সঞ্জয় কাউলও সমকামীরা সন্তান দত্তক নিতে পারেন বলে মত দেন। কিন্তু অন্য তিন বিচারপতি পিএস নরসীমা, বিচারপতি রবীন্দ্র ভাট এবং বিচারপতি হিমা কোহলি ভিন্ন মত প্রকাশ করেন। ফলে ৩ : ২ এ বিভক্ত হয়ে যায় সাংবিধানিক বেঞ্চ। সুপ্রিম কোর্টের এই রায়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রায়কে অবশ্য স্বাগত জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রবীন আইনজীবী গীতা লুথার।