
স্পোর্টস ডেস্ক :দেশের জার্সি গায়ে দিলেই যেন আলাদাভাবে উজ্জীবিত হয়ে ওঠেন লিওনেল মেসি। দেশের জার্সি গায়ে মাঠে নামলেন। হ্যাটট্রিক করলেন। দেশকে জেতালেন। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনা জিতেছে ৬-০ গোলে। তাতে মেসির স্কোরের পাশে উজ্জ্বল ৩ গোল আর ২ অ্যাসিস্ট। তিনি গোল করা মানেই রেকর্ড। হ্যাটট্রিকে আবার ছুঁয়ে ফেললেন আর এক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড। আর্জেন্টিনার জার্সিতে এটা দশম হ্যাটট্রিক করলেন মেসি। রোনাল্ডোরও আন্তর্জাতিক ফুটবলে হ্যাটট্রিকের সংখ্যা দশই।তবে এই তালিকায় সবার ওপরে আছেন যুক্তরাষ্ট্রের অ্যালেক্স মর্গ্যান। তিনি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১২ হ্যাটট্রিক করেন। চোট সারিয়ে ওঠা মেসিকে দেখে বোঝারই উপায় নেই যে তাঁর বয়স ৩৭ পেরিয়ে গেছে। কতদিন খেলবেন, এই প্রশ্নই উঠেছিল ম্যাচ শেষে। বিশ্বজয়ী ফরোয়ার্ড জানান, আপাতত এসব ম্যাচই উপভোগ করতে চান। তিনি বলেন, ‘ভবিষ্যৎ নিয়ে নির্দিষ্ট কোনো তারিখ এখনো চূড়ান্ত করিনি। সব ম্যাচই উপভোগ করতে চাই। কারণ আমি জানি এই ম্যাচগুলোই আমার শেষ ম্যাচ হতে পারে।’