
ওঙ্কার বাংলা ডেস্ক: ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন তামিলনাড়ুর মন্ত্রী থিরু পোনমুডি। কিন্তু সেখানে গিয়ে যে এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা বোধয় স্বপ্নেও ভাবেননি তিনি। এলাকাবাসীর ক্ষোভ এতটাই ছিল যে, তাঁকে হাতের নাগালে পেয়ে কাদা ছুঁড়ে মারেন। শুধু তাই নয় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অগত্যা সাদা জামায় কাদার ছিটে নিয়ে পরিদর্শন সারেন মন্ত্রী।
ঘূর্ণিঝড় ফেনজলের প্রভাবে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের ১৫টিরও বেশি জেলা। ভূপৃষ্ঠে আছড়ে পড়ার পর থেকেই ধীরে ধীরে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ফেনজল। সময় যত গড়াচ্ছে ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে তামিলনাড়ু ও পন্ডিচেরিতে। টানা বৃষ্টির ফলে ইতিমধ্যে দুই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের সঙ্গে কথা বলেছেন। ঘূর্ণিঝড়ের পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। শুধু তাই নয় নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।