
নিজস্ব প্রতিনিধিঃ প্রচার থেকে ফেরার পথে শনিবার রাতে আক্রান্ত লকেট চট্টোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায় ওপর হামলার অভিযোগে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। শনিবার বাঁশবেড়িয়ার ১৭নং ওয়ার্ডের ত্রিবেণী এলাকায় কালি পুজোতে অংশগ্রহণ করেন তিনি। অভিযোগ সেখান থেকে ফেরার সময় বিটিপিএস টাউনশিপ ২নং গেটের কাছে তার গাড়ীর ওপর হামলা চালায় কিছু জন। পরবর্তীতে স্থানীয় বিজেপি কর্মীরা তাঁর গাড়ী সেখান থেকে বেড়িয়ে যেতে সাহায্য করে। পরবর্তীতে আসাম রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।