
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ প্রায় দুমাস আগে লোকসভা ভোট শেষ হয়েছে। পদ হারিয়েছেন বহু সংসদ। তবুও দিল্লিতে বাংলো আঁকড়ে রয়েছেন একাধিক প্রাক্তন সাংসদ! এই তালিকায় রয়েছেন ২০০ জনেরও বেশি প্রাক্তন সাংসদ! তবে সেই সাংসদদের নাম প্রকাশ করা হয়নি।
এবার সেই সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা চলেছে কেন্দ্র। সূত্রের খবর, বাংলো খালি করার জন্য প্রাক্তন সাংসদদের চিঠি পাঠাতে শুরু করেছে সংসদীয় মন্ত্রক।