
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ প্রাক্তন বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদোরিয়া যোগ দিলেন বিজেপিতে। রবিবার দিল্লিতে বিজেপি সদর দফতরে দলের সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের উপস্থিতিতে দলের পতাকা হাতে তুলে নেন ভাদোরিয়া। লোকসভা নির্বাচনে তাঁকে কোনও একটি আসনে টিকিট দেওয়া হবে বলে বিজেপি সূত্রে খবর। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত রাকেশ কুমার সিং ভাদোরিয়া বায়ুসেনা প্রধানের দায়িত্বে ছিলেন। সামলেছেন উপপ্রধান, অর্থাৎ ভাইস চিফ অফ এয়ার স্টাফের দায়িত্ব।