
সুমন্ত দাশগুপ্ত,নয়াদিল্লিঃ শুক্রবার ২০২৪-এর লোকসভা ভোটের ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস। তাদের ইস্তাহারে দাবি, জনগণনা করে বিভিন্ন জাতির জন্য জনসংখ্যার ভিত্তিতে সংরক্ষণ চালু করা হবে। ক্ষমতায় এলে যাবতীয় কৃষি ঝৃণ মকুব করে দেওয়া হবে। মহিলাদের বছরে এক লাখ টাকা অনুদান দেবে কংগ্রেস সরকার।
নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস। দিল্লিতে দলের সদর দফতরে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, পি চিদম্বরমরা ইস্তাহার প্রকাশ করেন শ্রক্রবার। ইস্তাহারে ২৫টি প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। তার মধ্যে রয়েছে দেশের ৩০ লক্ষ সরকারি শূন্যপদে চাকরি, ২৫ লক্ষ টাকা পর্যন্ত নগদহীন স্বাস্থ্যবিমা, মহিলাদের আর্থিক সহায়তা, জাতগণনা এবং ৫০ শতাংশ পর্যন্ত জাতভিত্তিক সংরক্ষণ। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কংগ্রেস কেন্দ্রে ক্ষমতা দখল করলে জম্মু–কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘এই ইস্তাহার ন্যায়ের দস্তাবেজ। মহিলা, তরুণ, কৃষক, শ্রমিক এবং ভাগীদারি বা জনসংখ্যা অনুযায়ী ক্ষমতায় অংশগ্রহণের ন্যায়ের দাবি রয়েছে এই ইস্তাহারে।’প্রসঙ্গত, ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সময় রাহুল জানিয়েছিলেন, তাঁর এই যাত্রা পাঁচটি ন্যায়ের উপরে দাঁড়িয়ে। সে কথাই বলা হল ইস্তাহারে।