
সুনন্দা দত্ত,হুগলী:মঙ্গলবার বিশাল শোভাযাত্রা সহযোগে মনোনয়ন জমা দিলেন হুগলীর বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।এদিন সকালে প্রথমে মহানদ জোটেশ্বর শিব মন্দিরে পুজো দেন তিনি।তারপর সোজা চলে যান চুঁচুড়ার দয়াময়ী কালী মন্দিরে পুজো দিতে।ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিলো।সেই মিছিলের সঙ্গে ছিলো সুসজ্জিত একটি গাড়ি।সেই গাড়িতে চেপে বর্ণাঢ্য মিছিল নিয়ে জেলা শাসকের দফতরে এসে পৌঁছান বিজেপি প্রার্থী । এবং জেলা শাসক মুক্তা আর্যর হাতে মনোনয়ন পত্র তুলে দেন।লকেটের সুসজ্জিত মনোনয়ন মিছিল দেখতে রাস্তার দুপাশে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ ।এদিন নমিনেশন জমা দেওয়ার সময় লকেটের সঙ্গে উপস্থিত ছিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।