
ওঙ্কার ডেস্ক:কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর আম্বেদকর মন্তব্য ঘিরে শাসক বিরোধীর সংঘর্ষ বৃহস্পতিবার সংসদে পরিণত হল সংঘর্ষে, যার জেরে আহত হয়েছেন উড়িষ্যার বালেশ্বরের বিজেপি সংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গী। তিনি অভিযোগ করেছেন তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। যদিও পরে তাকে দেখতে গেছিলেন স্বয়ং রাহুল গান্ধী, এমনটাই জানা গেছে সুত্র মারফত।
মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় অমিত শাহ বলেছিলেন, ‘‘এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর…এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত।’’ যার পর থেকেই সংবিধান ও আম্বেদকরকে অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছেন কংগ্রেস সহ অনান্য বিরোধী দলের সংসদরা, এবং সেই সংঘাতই আজ পৌঁছল সংঘর্ষে।