
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ সোমবার একদিনেই সাসপেন্ড ৩১ জন সাংসদ। লোকসভায় অধিবেশন শুরুর পরেই পাস হয়ে যায় পোস্ট অফিস বিল। প্রতিবাদে তুমুল হট্টগোল শুরু করেন বিরোধীরা। তার জেরেই সাসপেন্ড করা হয়েছে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী সহ ৩৩ সাংসদকে।
গত বুধবার সংসদের মধ্যে স্মোক বম্ব নিয়ে দুই ব্যক্তির হানা দেওয়ার ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। এই ঘটনায় বিশেষ আলোচনা চেয়ে একাধিকবার সুর চড়িয়েছে কংগ্রেস সহ সকল বিরোধীরা। গত শুক্রবারও এই ইস্যুতে বিক্ষোভ দেখিয়ে সাসপেন্ড হয়েছিলেন ১৫ জন সাংসদ। এদিন, দুপুর পর্যন্ত অধিবেশন মুলতুবি থাকার পরে আলোচনা শুরু হয়। খানিকক্ষণের মধ্যেই শুরু হয়, তুমুল হট্টগোল। তার জেরে ৩৩ জন সাংসদকে সাসপেন্ড করে দেন স্পিকার। সেই তালিকায় রয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী, তৃণমূলের সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার। শীতকালীন অধিবেশনে আর যোগ দিতে পারবেন না তাঁরা। সাসপেন্ড হবার পর ক্ষোভ উগরে দেন অধীর চৌধুরী।
প্রসঙ্গত, সংসদের দুই কক্ষ মিলিয়ে চলতি অধিবেশনে সাসপেন্ড হলেন ৪৭ জন সাংসদ। তাঁদের মধ্যে প্রায় সকলেই সংসদের নিরাপত্তা লঙ্ঘন প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবদিহি চেয়েছিলেন।