
নিজেস্ব প্রতিনিধিঃ বাগডোগরা বিমানবন্দরে ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনতে হল ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবকে। তবে কোনও বিরক্তি প্রকাশ না করে দেব জড়িয়ে ধরলেন ওই বিজেপি কর্মীকে। মেলালেন হাতও।
লোকসভা ভোটের প্রচারের জন্য মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে দেব। বাগডোগরা বিমানবন্দরে নামা মাত্রই তৃণমূলের তারকা প্রার্থীকে দেখামাত্রই ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হয়। হাসিমুখেই পালটা জবাব দেন দেব, কোনও বিরক্তি প্রকাশ না করে জড়িয়ে ধরলেন ওই বিজেপি কর্মীকে। মেলালেন হাতও।
পরে এই প্রসঙ্গে সাংবাদিকদের ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব বলেন, “উনি বিজেপি বলব না। সবচেয়ে বড় পরিচয় উনি ভারতবাসী। আমরাই বিভাজন করে রেখেছি, আমরা হিন্দু-মুসলিম, টিমসি বিজেপি, গরিব-বড়লোক, ওদের দোষ না, বড় বড় লোকেরা এভাবে বিভাজন করে রাখে। কিন্তু আমি নিজে বিভাজনে বিশ্বাস করি না। সবাই ভারতীয়। আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে।”
প্রসঙ্গত, আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। আর ভোট প্রচারে রায়গঞ্জ ও বালুঘাটে যান ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব।