
নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২০ মে পঞ্চম দফায় মোট ৪৯টি আসনে ভোট। বঙ্গে ৭টি আসনে ভোটগ্রহণ করা হবে। সেই কেন্দ্রগুলি হল- হুগলি, আরামবাগ, শ্রীরামপুর, হাওড়া, উলুবেড়িয়া, বনগাঁ ও ব্যারাকপুর।
এছাড়া বিহারের ৭টি আসনে, ঝাড়খণ্ডে ৩টি, মহারাষ্ট্রে ১৩টি, ওড়িশায় ৫টি, উত্তরপ্রদেশে ১৪টি এবং জম্মু ও কাশ্মীর এবং লাদাখে একটি করে আসনে ভোটগ্রহণ রয়েছে।
এক নজরে পঞ্চম দফায় হেভিওয়েট প্রার্থীরা হলেন
অমেঠী- স্মৃতি ইরানি (বিজেপি) ও কিশোরী লাল শর্মা (কংগ্রেস) রায়বরেলি- রাহুল গান্ধী (কংগ্রেস), লখনউ- রাজনাথ সিং (বিজেপি) হাজিপুর- চিরাগ পাসওয়ান (লোক জনশক্তি পার্টি- রামবিলাস) মুম্বই উত্তর- পীযূষ গয়াল (বিজেপি), বারামুল্লা – ওমর আবদুল্লা (জেকে ন্যাশনাল কনফারেন্স), হুগলি- লকেট চট্টোপাধ্যায় (বিজেপি),