
সুমন গঙ্গোপাধ্যায়:- মার্চ এর শেষ সপ্তাহে লোকসভা নির্বাচন? সূত্রের খবর, ইতিমধ্যেই নির্বাচন কমিশন এর তরফে প্রতিটি রাজ্যের নির্বাচন কমিশন গুলোকে তৈরী থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
সূত্রের খবর, চলতি মাসের শেষ সপ্তাহে ঘোষনা করে দেওয়া হবে নির্বাচনের তারিখ। প্রায় দুই মাস ধরে মোট আট দফায় চলবে ২০২৪ এর লোকসভা নির্বাচন। ফলাফল প্রকাশ করা হতে পারে মে মাসের ১০-১২ তারিখের মধ্যে। কবে হতে পারে নির্বাচন? এই নিয়ে নানা মহল থেকে জল্পনা তৈরী হচ্ছিল। তবে কমিশন থেকে প্রস্তুতি প্রায় শেষ। ভোটার লিস্ট সংশোধন বা সংযোজন এর কাজও শেষ। এবার শুধু দিন ঘোষনার পালা। দিল্লির নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রাথমিক ভাবে ঠিক হয়েছে মার্চ মাসের শেষ সপ্তাহ অর্থাৎ ২২ তারিখ থেকে সম্ভবত শুরু হবে নির্বাচন।
মোট ৮ দফাতে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে নির্বাচন। দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হবে ফলাফল। নির্বাচন কে মাথায় রেখে ইতিমধ্যেই ঘর গো ছা তে শুরু করেছে সব রাজনৈতিক দল। মোদীর ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালাইন্স’র পাল্টা পাল্টা কংগ্রেসের নেতৃত্ব
তৈরী হয়েছে ইন্ডিয়া জোট। চলছে আসন রফার কাজ। একদিকে মোদী তো অপরদিকে রাহুল, সোনিয়া, মমতা, লালু, কেজরিওয়ালরা। তবে শেষ হাসি কে হাসবে ? তার জন্যে হয়তো অপেক্ষা করতে হবে মে মাস পর্যন্ত।