
সুমন্ত দাশগুপ্ত, নয়া দিল্লিঃ জল্পনার অবসান। সোনিয়া গান্ধির ছেড়ে যাওয়া আসন উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে লড়বেন রাহুল গান্ধি। অন্যদিকে আমেথি থেকে লড়বেন কিশোরীলাল শর্মা। দীর্ঘ টানাপোড়েনের পর কংগ্রেসের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজেপির কটাক্ষ, আমেথি থেকে দাঁড়াতে ভয় পেয়েছে রাহুল।
অমেঠী থেকে নয়, উত্তরপ্রদেশে রায়বরেলী থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেসের তরফে এই ঘোষণা করা হয়েছে। আমেঠিতে স্মৃতি ইরানির বিরুদ্ধে লড়বেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কিশোরী লাল শর্মা। ২০১৯ লোকসভা নির্বাচনে আমেঠিতে স্মৃতি ইরানির কাছে ৫৫ হাজার ভোটে হারেন রাহুল গান্ধী। জল্পনা ছিল, এবার রাহুল ফিরতে পারেন আমেঠিতে। জল্পনা ছিল, ওয়ানড়ের ভোট মিটতেই আমেঠির প্রার্থী হিসাবে রাহুলের নাম ঘোষণা করা হবে। কিন্তু সব জল্পনা জল ঢেলে দিয়েছেন রাহুল গান্ধী। আমেঠি থেকে না দাঁড়িয়ে তিনি প্রার্থী হলেন মা সোনিয়ার ছেড়ে আসা আসন রায়বরেলি থেকে।
বিজেপির কটাক্ষ, ২০১৯ এর লোকসভা ভোটের হারের স্মৃতি এখনও তাড়া করছে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুলকে। ঠিক সেকারণেই আমেঠি থেকে তিনি প্রার্থী আর প্রার্থী হতে চাননি। উল্লেখ্য, ইতিমধ্যেই আমেথি থেকে বিজেপির বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি মনোনয়ন জমা দিয়ে দিয়েছেন। রায়বরেলিতে পদ্মশিবির প্রার্থী করেছে উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিংকে।