
তামসী রায় প্রধান, ওঙ্কার বাংলাঃ বিজেপি বিরোধী ‘ইডিয়া’ জোটের তৃতীয় বৈঠক মুম্বাইতে। আর বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগে, সংসদে হঠাৎ বিশেষ অধিবেশনের ডাক দিল কেন্দ্র সরকার। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত লোকসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। অধিবেশনের কথা এক্স (টুইট) হ্যান্ডেলে ঘোষণা করেছেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি লিখেছেন, ‘অমৃতকালে সংসদে ফলপ্রসূ পর্যালোচনা ও বিতর্ক প্রত্যাশা করা হচ্ছে।’
তবে ওই বিশেষ অধিবেশনে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে সে বিষয়ে কিছু জানায়নি সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। কেন এই বিশেষ অধিবেশন, এজেন্ডা কী তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এই ঘোষণা ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জন।
এই বিশেষ অধিবেশন নতুন সংসদ ভবনে হবে কিনা। এই জল্পনাও শুরু হয়েছে, জরুরি কোনও বিল পেশ করা হবে? তবে কেন্দ্রের তরফে যেহেতু কিছুই বলা হয়নি, তাই কেন ওই অধিবেশন, সেসম্পর্কে কোনও নিশ্চিত ধারণা করা যাচ্ছে না। প্রসঙ্গত, গত ১১ অগাস্ট শেষ হয়েছে সংসদের বর্ষাকালীন অধিবেশন।