
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ সিপিএম এর বুথ এজেন্ট হবার আপরাধে দুর্গাপুরের মহুয়া বাগান এলাকায় ফিরোজার দোকান পুড়িয়ে দেবার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোটের দিন, ফিরোজার বাবা মহম্মদ আলী শেখ সিপিআইএমের পোলিং এজেন্ট ছিলেন। স্থানীয় বাম নেতা পংকজ রায় সরকার বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দিকে দিকে সন্ত্রাস করছে। একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে টেলারিং এর দোকান করেছিলেন ফিরোজা। মোট চারটি মেশিন,ইন্টারলকিং মেশিন, প্রায় ৪০-৫০ হাজার টাকার ড্রেস মেটিরিয়াল ক্ষতি হয়।