
নিজেস্ব প্রতিনিধিঃ গত দশ বছরে দেশের কোনও উন্নতি করেনি বিজেপি সরকার। কথা দিয়ে কথা রাখেনি নরেন্দ্র মোদি। রাজস্থানে এক নির্বাচনী জনাসভা থেকে এ ভাবেই বিজেপি অক্রমন করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বাটরা। তিনি বলেন, আমার নির্বাচন ইশতেহার ‘ন্যায় পত্র’ প্রকাশ করেছি। এই ইশতেহারটি কেবল ঘোষণার তালিকা নয় যা আমরা নির্বাচনের পরে ভুলে যাব। কংগ্রেস কথা রাখে। কথা রাখবে।