
তামসী রায় প্রধানঃ ‘জামাল কুদু’গান শুনেছেন! নিশ্চয় শুনেছেন। আর এবার লোকসভা ভোটে হাজির সেই জামাল কুদু। বঙ্গ সিপিআইএমের ভোট প্রচারে জামাল কুদু এবার প্যারোডি গানে। চাকরি চুরি, জমি চুরি, বেআইনি নির্মাণ নিয়ে তৃণমূলকে আক্রমণ করা হয়েছে ‘জামাল কুদু’র প্যারোডিতে। রয়েছে কালীঘাটের টালির ছাদ নিয়ে কটাক্ষ। আবার বিজেপিকে নিশানা করে সিপিআইএমের ‘জামাল কুদু’র কটাক্ষ, ‘ভোট এসেছে যেই এখন দলবদলের বসছে মেলা, ওরা জিগির ছড়াবেই আর ধর্ম দিয়ে ভাগের খেলা’।
আসলে স্লোগান থেকে দেওয়াল লিখনে বরাবর অভিনবত্বের ছাপ রেখেছেন বামপন্থীরা। বেশ কয়েক দশক ধরেই প্রতি নির্বাচনে নতুন নতুন স্লোগানের আশায় সিপিআইএমের দিকে তাকিয়ে থাকেন আগ্রহী ভোটাররা। ইদানিং আবার সোশাল মিডিয়ায় বামেদের প্রচারের আর এ বিষয়ে যথেষ্ট এগিয়ে সিপিএমের যুব নেতৃত্ব।