
ওঙ্কার ডেস্ক: আমেরিকার লস অ্যাঞ্জেলেসের দাবানল ছড়াচ্ছে দ্রুত। নতুন নতুন জায়গায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে। যার ফলে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন সেখানকার বাসিন্দারা। এদিকে দীর্ঘ সময় ধরে চলা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছেন দমকলকর্মীরা।
লস অ্যাঞ্জেলেসের অগ্নিনির্বাপক বাহিনীর প্রধান ক্রিস্টিন এম ক্রাউলি বলেন, ‘আমাদের দমকলকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁরা ক্লান্ত হয়ে পড়েছেন। তবে ওঁরা হাল ছাড়বেন না।’
জানা গিয়েছে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেস ও ভেলটুরা কাউন্টির সীমান্তবর্তী কেনেথ অঞ্চলে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই অঞ্চল দাবানলের গ্রাসে চলে যায়। প্রায় এক হাজার একর এলাকায় ছড়িয়ে পড়ে আগুন কয়েক ঘণ্টার মধ্যে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বিভাগের প্রধান জন ও ব্রায়েন বলেছেন, ‘দমকল বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে।’ বৃহস্পতিবার ভোর চারটা পর্যন্ত পাঁচটি এলাকায় দাবানলের আগুন ছড়িয়েছিল। যার ফলে ১ লক্ষ ৩৭ হাজারের বেশি মানুষ ঘরছাড়া। দাবানলের ফলে ভস্মীভূত হয়ে গিয়েছে একাধিক সেলেব্রিটির বাড়ি। খবর অনুযায়ী এখনও পর্যন্ত দাবানলের ফলে মৃতের সংখ্যা ১০। গুরুতর আহত হয়েছেন অনেকে। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে ন্যাশনাল গার্ড প্রস্তুত করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা জানান, প্যাসিফিক প্যালিসেইডস ও ইটন অঞ্চলে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। প্রয়োজনে ওই সমস্ত এলাকায় কারফিউ জারি করা হতে পারে বলে জানান তিনি।