
ওঙ্কার ডেস্ক: লস অ্যাঞ্জেলস দাবানলে মৃতের সংখ্যা বেড়ে এবার ২৭জন। লস অ্যাঞ্জেলস প্রশাসনের তরফে এই তথ্য জানানো হয়েছে। প্যালিসেডসে দাবানলে ১০জন এবং ইটনে দাবানলে ১৭ জন নিহত হয়েছেন। এপর্যন্ত নিখোঁজ রয়েছেন ৩১ জন ব্যক্তি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ জানিয়েছেন, ইটনে অগ্নিবিধ্বস্ত এলাকায় ২৪ জন এবং পালিসেডসে অগ্নিবিধ্বস্ত এলাকায় সাতজন নিখোঁজ।
সূত্রের খবর, দাবানলে ইতিমধ্যে ১২ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। ভস্মীভূত ৬০ বর্গ মাইল এলাকা। একসপ্তাহ পেরিয়ে গেলেও এখনও বিধ্বংসী দাবানল নিয়ন্ত্রণে আসেনি। দমকা বাতাসের কারণে দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহেও পরিস্থিতি এমনই বিপজ্জনক থাকবে।
সূত্রের খবর, আগুনে বিধ্বস্ত মানুষকে অর্থ সাহায্য করতে মার্কিন মুলুকে কনসার্টের আয়োজন করতে চলেছেন একাধিক নামী শিল্পী। লস অ্যাঞ্জেলসের বাসিন্দা বিলি ইলিশ এবং তাঁর ভাই ফিনিয়াস-সহ বেশ কয়েকজন কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন বলে জানা গিয়েছে।
ভিডিও দেখুন-