
নিজস্ব প্রতিনিধিঃ মধ্যবিত্তদের জন্য সুখবর। প্রায় দেড় বছর পরে কমছে গ্যাসের দাম। কেন্দ্রীয় সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমালো ২০০ টাকা এবং উজালা গ্যাস সিলিন্ডারের দাম কমালো ৪০০ টাকা। বিরোধীদের দাবি পাঁচ রাজ্যে ভোটের জন্য দাম কমলো গ্যাস সিলিন্ডারের। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন ইন্ডিয়া জোটকে ভয় পেয়ে গ্যাসের দাম কমালো কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার মধ্যরাত থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।