
সোমনাথ মুখোপাধ্যায়, ওঙ্কার বাংলাঃ লোকসভা নির্বাচনের আগে এই পাঁচ রাজ্যের ভোট কার্যত অ্যাসিড টেস্ট ছিল রাজনৈতিক দলগুলির কাছে। সেই দিক থেকে সফল বিজেপি। ব্যর্থ কংগ্রেস। মধ্যপ্রদেশ,রাজস্থান, ছত্তিশগড়ে গেরুয়া ঝড়। একমাত্র তেলেঙ্গানার ক্ষমতায় কংগ্রেস।
গেরুয়া ঝড়ে মধ্যপ্রদেশ,রাজস্থান, ছত্তিশগড়ে ধরাশায়ী কংগ্রেস। ফের মধ্যপ্রদেশের মসনদে বিজেপি। কংগ্রেস নেতা কমলনাথের গড়ে ফুটল পদ্ম। জয়ের জন্য মধ্যপ্রদেশের সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
যদিও কংগ্রেসের দাবি, ইভিএম মেশিনে কারচুপি করেছে বিজেপি। কংগ্রেস মুখপাত্র অংশু অবস্তি বলেন ভোটের দিন এক চিত্র আর ফলাফলে অন্য চিত্র, ইভিএম নিয়ে ভাবনা চিন্তার সময় হয়েছে।
মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি কমল নাথ বলেছেন, “হারের কারণ গুলি আমরা বিশ্লেষণ করব এবং কেন আমরা ভোটারদের আমাদের কথা বোঝাতে পারিনি, আমরা সব আলোচনা করব।
সব সমীক্ষাকে পিছনে ফেলে দিয়েছে ছত্তিশগড়। সিংহ ভাগ সমীক্ষা দাবি করেছিল ফের ক্ষমতায় ফিরছে কংগ্রেস। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ন ভিন্ন। ক্ষমতা দখল করল বিজেপি। জয় নিয়ে উচ্ছসিত বিজেপি। পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থ সিং সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন এত ভাল ফলাফল তিনিও আশা করেননি। ছত্তিশগড় বিজেপি এই জয়ের জন্য মোদী ম্যজিক কে কৃতিত্ব দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, হর হর মোদী, ঘর ঘর মোদী’ এবং ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, কংগ্রেস হল দুর্নীতিবাজ, তা মানুষ বুঝতে পেরেছে।
সিংহ ভাগ সমীক্ষা করেছিল, রাজস্থানে ক্ষমতায় আসবে পদ্ম শিবির। তিন কারণে আত্মবিশ্বাসী ছিল গেরুয়া শিবির। প্রথম কারণ, প্রতি পাঁচ বছরে রাজস্থানের গদি বদলায়। চলতি কথায়, “রাজস্থান পে তো হর পাঁচ সাল অন্তর সত্তা বদলতি হ্যায়। তো ইসবার তো বিজেপি কি-ই বারি হ্যায়…।”আর এই জয়কে মোদীর জয় বলেও দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। যদিও ভোটের আগে রাজস্থানে স্লোগান উঠেছিল, মোদি, তুঝসে বয়ের নেহি, পর বসুন্ধরা তেরি খয়ের নেহি। কিন্তু ফল বেরোতেই আমে দুধে মিশে গেছে।
তিন রাজ্যের ফলাফলে স্পষ্ট লোকসভার আগে গো বলয়ে পদ্ম দাপটে অনেকটাই ফিকে বিরোধীরা। বিজেপির সামনে দাঁড়াতেই পারল না ইন্ডিয়া জোটের বড় শরিক কংগ্রেস। একমাত্র তেলেঙ্গানার ক্ষমতায় কংগ্রেস।