
প্রশান্ত দাস,মালদা:
শুক্রবারের পরে শনিবারও প্রশ্নপত্র ফাঁস,ঘটনাস্থল আবারও সেই মালদা। প্রশ্ন পত্র সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার অভিযোগে ,মোবাইল সহ সাত জন পরীক্ষার্থীকে গ্রেফতার করলো পুলিশ।চাঞ্চল্য সমগ্র মালদা জেলা জুড়ে।উল্লেখ্য
শনিবার ছিলো মাধ্যমিক ইংরেজির পরীক্ষা। সেই পরীক্ষার প্রশ্ন এদিন ফের ফাঁস হয়ে সোশ্যাল মিডিয়াতে ।কিন্তু প্রশ্নপত্রে আগে থেকেই QR Code রাখা হয়েছিল বলে ,কোথা থেকে সেই প্রশ্ন ফাঁস হয়েছে আর তা কে করেছে তা জানতে অসুবিধা হয়নি পর্ষদের।জানা যায় গতকালের মতো এদিনও মালদা জেলা থেকেই ফাঁস হয়েছে মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন। । এদিন সাত জন পরীক্ষার্থীকে প্রশ্ন ফাঁসের ঘটনায় চিহ্নিত করেছে মধ্য শিক্ষা পর্ষদ। এরা মালদার এনায়েতপুর হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী। সাত জনের মধ্যে ২জন ছাত্রী ও পাঁচ জন ছাত্র। এদের গ্রেফতার করার পাশাপাশি সবার পরীক্ষা এদিন বাতিল করা হয়েছ।