
নিজস্ব প্রতিনিধি,ওঙ্কার বাংলাঃ শনিবার মাদুরাইয়ে দাঁড়িয়ে থাকা ভারত গৌরব এক্সপ্রেসে ট্রেনে আগুন লাগার ঘটনায় ট্যুর অপারেটরকে গ্রেফতার করল আরপিএফ। বেআইনি ভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে ট্রেনে ওঠার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তদন্তে উঠে এসেছে, সেই গ্যাস সিলিন্ডার থেকেই ট্রেনে আগুন লেগেছিল। এখনপর্যন্ত এই ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২২ জন। মৃত এবং আহতরা সকলেই তীর্থযাত্রী।
রেল জানিয়েছে, আহতদের চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। মৃতদেহগুলিকে আকাশপথে ফেরত পাঠানো হবে, বলে রেল সূত্রে খবর। মৃত ও আহত তীর্থযাত্রীরা সকলেই উত্তর প্রদেশের বাসিন্দা। ঘটনায় মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা আগেই জানিয়েছে রেল।
প্রসঙ্গত, শনিবার ভোরবেলা তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কারশেডের কাছে দাঁড়িয়ে থাকা ভারত গৌরব এক্সপ্রেসে হঠাৎ আগুন লাগে। ঘটনায় মৃত্যু হয় ১০ জনের। আহত ২২ জন। রেল সূত্রে জানা গিয়েছে, ওই কামরাটিতে যাঁরা ছিলেন, তাঁরা সকলেই উওর প্রদেশের বাসিন্দা। একটি ট্যুর সংস্থা এই তীর্থ ভ্রমণের আয়োজন করেছিল। ট্রেনের একটি কামরা আলাদা করে ভাড়া নিয়েছিলেন তাঁরা। সেখানেই তোলা হয়েছিল গ্যাস সিলিন্ডার, যা রেলের নিয়মবিরুদ্ধ। দক্ষিণ রেলের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, “বেআইনি ভাবে রান্নার গ্যাস নিয়ে যাওয়ার কারণে ট্যুর অপারেটরের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধি এবং রেলওয়ে আইনে মামলা করেছে রেল পুলিশ। ট্যুর অপারেটরকে গ্রেফতার করা হয়েছে”।