
প্রশান্ত কুমার দাস, মালদা : সপরিবারে মহাকুম্ভ দর্শনে গেলেও ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলনা মা বাবার। মহাকুম্ভের মৌনী অমাবস্যার পদপৃষ্ঠের ঘটনায় মৃত্যু হল মালদার বৈষ্ণবনগর থানার চড়বাবুপুর গ্রামের বাসিন্দা অমিয় সাহার। সুত্র মারফত জানা যায়, বছর ২৮ এর অমিয় কার্তিক টোলা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাকতা করতেন।
অমিয়- র বাবা প্রদীপ সাহা জানান, স্টেশনে নেমে প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার পথ অতিক্রম করে তাঁরা পৌঁছন কুম্ভে। সেখানে ছিলনা কোনও থাকার বন্দোবস্ত। তারপর গঙ্গা স্নান সেরে ফের দীর্ঘ পথ হেঁটে আসার সময় একটি ব্রিজে হঠাৎ হুড়োহুড়ির মাঝে ফেঁসে গিয়ে হারিয়ে ফেলেন তাঁদের ছেলেকে। কিছু সময় পর ছেলেকে ফোন করেন তাঁরা। অমিয় সাহা তাঁর মা বাবাকে ফোনে যথাশীঘ্র সম্ভব তাঁর কাছে যেতে বলেন। পিতা প্রদীপ সাহা পৌঁছনো মাত্রই ছেলে জানায় তাঁর বুকে ধাক্কা লাগায় অত্যাধিক যন্ত্রণা করছে। তারপরই এক স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু যাওয়ার পথেই সব শেষ। পথেই মৃত্যু ঘটে ২৮ বছরের যুবক অমিয় সাহার। খবরটি শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়েন তাঁর অবিভাবকেরা। অমিয় সাহার পরিবারের অভিযোগ এখনও পর্যন্ত কোনও ডেথ সার্টিফিকেট পাননি তাঁরা।