
ওঙ্কার ডেস্ক: মহাকুম্ভে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১০ জন পূন্যার্থীর। আহত হয়েছেন আরও ১৯ জন। শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর উদ্ধারকাজের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রয়াগরাজ মির্জাপুর হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটেছে। একটি বোলেরো গাড়িতে ১০ পুণ্যার্থী ছত্তিসগড়ের কোরবা জেলা থেকে ত্রিবেণী সঙ্গমে পুন্যস্নান করবেন বলে যাচ্ছিলেন। সেই যাত্রাপথে একটি বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। যার ফলে গাড়ির মধ্যে থাকা সবার মৃত্যু হয়েছে। বাসটি মধ্যপ্রদেশের রাজগড় জেলা থেকে আসছিল। বাসের যাত্রীরাও কমবেশি আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রথমে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষজন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে চিকিৎসার জন্য ১৯ জনকে ভর্তি করানো হয়েছে রামনগরের হাসপাতালে।
অন্যদিকে এই ঘটনার পর নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জনিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি তাঁদের চিকিৎসায় যাতে কোনও সমস্যা না হয় তার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি কুম্ভমেলা থেকে ফেরার পথে মধ্যপ্রদেশের জবলপুরে একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ফলে সাত পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। মৃতরা অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিল। সেই ঘটনায় আহত হয়েছিলেন আরও দুজন।