
ওঙ্কার ডেস্ক: মহাকুম্ভ মেলার কাছে ফের অগ্নিকাণ্ড। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় যাওয়ার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ফলে পুড়ে গিয়েছে দুটি গাড়ি। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার যাওয়ার পথের পাশে অনেক গাড়ি দাঁড় করানো ছিল। সেখানে একটি মারুতি গাড়িতে প্রথম আগুন দেখা যায়। পরে সেই আগুন ছড়িয়ে পড়তে পাশের একটি গাড়িও পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলের পাশাপাশি পুলিশও পৌঁছেছে ঘটনাস্থলে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। গোটা বিষোয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উল্লেখ্য গত ১৯ জানুয়ারি কুম্ভমেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। প্রায় ৫০টি তাঁবু পুড়ে গিয়েছিল সেই অগ্নিকাণ্ডে। তাঁবুগুলির ভিতর থেকে গ্যাস সিলিন্ডার ফাটার শব্দ শোনা গিয়েছিল। মেলায় কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন উঠেছিল ব্যবস্থাপনা নিয়ে।