
ওঙ্কার ডেস্ক: মোক্ষলাভের আশায় মহাকুম্ভে প্রথম দিনেই দেড় কোটি মানুষ স্নান করলেন। সোমবার শুরু হয়েছে কুম্ভমেলা। এরপর মঙ্গলবার মকর সংক্রান্তির দিনে অসংখ্য মানুষ স্নান সেরেছেন হাড়কাঁপানো শীত উপেক্ষা করে।
গঙ্গা, যমুনা, সরস্বতীর পবিত্র সঙ্গমস্থলে এদিন পুণ্যস্নান করেন নানান মতাবলম্বী প্রায় এক কোটি সাধু। সাধুদের পাশাপাশি শাহি স্নানে সামিল হন বহু সাধারণ মানুষও।
সোমবার ভোর চারটে থেকে স্নান শুরু হয় প্রয়াগরাজে। সাধুদের মুখে ছিল ‘জয় শ্রীরাম’ এবং ‘হরহর মহাদেব’ স্লোগান। গঙ্গা, যমুনা, সরস্বতীর প্রধান সঙ্গমস্থলে কেবলমাত্র সাধুদের স্নানের জন্য অনুমতি দিয়েছে প্রশাসন। সাধারণ মানুষের জন্য গঙ্গাতীরে একাধিক ঘাটের ব্যবস্থা করেছে যোগী সরকার। এদিন দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাট আউটের সামনে সেলফি তোলার হিড়িক।
প্রসঙ্গত, ১৪৪ বছর পর আয়োজিত হচ্ছে এবারের মহাকুম্ভ। ১২ বছরে একটি পূর্ণকুম্ভ হয়। আর ১২টি পূর্ণকুম্ভের পর একটি মহাকুম্ভ আসে। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে মহাকুম্ভ মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। দেশ এবং বিদেশের নানা প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসেন এই পবিত্র মেলাতে।
ভিডিও দেখুন-