
আশিস মণ্ডল, তারাপীঠ : সোমবার কৌশিকী অমাবস্যা। সেই উপলক্ষ্যে তারাপীঠে উপছে পড়ছে পূর্ন্যার্থীদের ভিড়। এদিন ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয়েছে মা তারার কৌশিকী আমাবস্যার তিথি।
জনশ্রুতি রয়েছে তারাপীঠের মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের নীচে পঞ্চমুন্ডির আসনে বসে কৌশিকী অমাবস্যার তিথিতে সাধনা করে সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামদেব। তাই ‘সিদ্ধপীঠ’ নামে অভিহিত হয়েছে বীরভূমের তারাপীঠ। ঐতিহ্যবাহী তারাপীঠে যে মানুষজন শুধু ভক্তির টানেই ছুটে আসেন তা নয়, ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইতিহাসের টানেও এখানে ছুটে আসেন অনেকেই। দেবীর আবির্ভাব ও পৌরাণিক কাহিনি বর্ণিত আছে তারাপীঠের অঙ্গে অঙ্গে। তারাপীঠের মূল মন্দির সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে। মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে রংবেরঙের আলো দিয়ে। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। প্রবেশ পথগুলিতে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর গেট। নিরাপত্তার জন্য রয়েছে ১০০০ পুলিশ কর্মী, ১৭০০ জন সিভিক ভল্যান্টিয়ার ও মন্দির কমিটির ৩০০ জন বেসরকারি নিরাপত্তা কর্মী।