
নিজেস্ব প্রতিনিধি, মুম্বাইঃ প্রথম মহিলা মুখ্যসচিব পেল মহারাষ্ট্র। সে রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুজাতা সৌনিক। মহারাষ্ট্রের মুখ্যসচিব নীতিন কারীর অবসর গ্রহণ করেন। রাজ্য সচিবালয়ের মন্ত্রালয়ে সুজাতাকে দায়িত্ব হস্তান্তর করেছেন নীতিন কারীর নিজেই। সুজাতা ১৯৮৭ সালের ব্যাচের একজন আইএএস অফিসার। আগামী বছর জুনে অবসর নেওয়ার আগে পর্যন্ত মুখ্যসচিবের দায়িত্ব পালন করবেন সুজাতা সৌনিক। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন সুজাতা । বিগত তিন দশক ধরে প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। সুজাতার স্বামী মনোজ সৌনিকও রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব ছিলেন।