
নিজেস্ব প্রতিনিধি, পুনেঃ ভেঙে পড়ল হেলিকপ্টার । ঘটনায় পাইলট সহ মৃত ৩ জন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনের অক্সফোর্ড গল্ফক্লাবের কাছে পাহাড়ি এলাকায়।
মহারাষ্ট্রের পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার । ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। সর্ব ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার সকালে অক্সফোর্ড গল্ফক্লাবের হেলিপ্যাড থেকে মুম্বইের উদ্দেশ্যে হেলিকপ্টারটি উড়েছিল। কিন্তু গন্তব্যে পৌঁছোনোর আগেই এক পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে কপ্টারটি। পাইলট সহ ৩ জন হেলিকপ্টারে ছিলেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, প্রাথমিকভাবে দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করা যায়। গুরুতর জখম কপ্টারের তৃতীয় সওয়ারিকে উদ্ধার করা হলেও, বাঁচানো যায়নি তাঁকেও। মৃতরা হলেন, পাইলট পরমজিৎ সিং, প্রীতম ভরদ্বাজ এবং জিকে পিল্লাই। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।