
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ মহারাষ্ট্রের বিজেপি নেতার অশ্লীল ভিডিও ক্লিপিংসের ঘটনায় তোলপাড় দেশ। ঘটনার জেরে মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিন বিধানসভায় শিবসেনার নেতা আম্বাদাস দানভে এবং অনিল পরাবের প্রশ্নের উত্তরে দেবেন্দ্র ফড়নবিশ জানান সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং পুলিশকে যথাযথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তকে আড়াল করা হবে না। এদিকে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন অভিযুক্ত বিজেপির বিধায়ক কীর্তি সোমাইয়াও। টুইটারে তিনি দাবি করেছেন তিনি নির্দোষ। টুইটারে আত্মপক্ষ সমর্থন করে তাঁর বক্তব্য “বলা হচ্ছে আমি অনেক মহিলাকে হেনস্থা করেছি। কিন্তু আমি জোর দিয়ে বলছি কোনও মহিলার প্রতি অশালীন ব্যবহার কিম্বা কোনও মহিলাকে অপমান করিনি”।
যদিও অভিযুক্ত বিজেপি বিধায়ক কীর্তি সোমাইয়ার দাবি মানতে নারাজ কংগ্রেস, শিবসেনা। অভিযুক্ত বিজেপি বিধায়কের কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের দাবির পাশাপাশি উপযুক্ত শাস্তির দাবি করেছেন বিজেপিরা।