
নিজস্ব প্ররতিনিধি, মুম্বাইঃ ৪০ তলার বহুতল থেকে তিন তলার বেসমেন্টে আছড়ে পড়ল লিফ্ট। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাত জনের। মৃতরা সকলেই নির্মান শ্রমিক। ঘটনা টি রবিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ মহারাষ্ট্রের থানের বালকুম এলাকায়। রানওয়াল কমপ্লেক্স নামের একটি বহুতলে শ্রমিকেরা কাজ করছিল বলে সূত্রের খবর। মৃতদের নাম মহেন্দ্র চৌপল, রূপেশকুমার দাস, হারুন শেখ, মিথিলেশ কুমার, কারিদাস, সুনীলকুমার দাস। এক জন শ্রমিকের পরিচয় এখনও পাওয়া যায়নি। প্রাথমিক অনুমান, দড়ি ছিঁড়ে লিফ্টটি বেসমেন্টে আছড়ে পড়ে।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময় লিফ্টের ভিতর সাত জন উপস্থিত ছিলেন। সাত জনই মারা যান বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ।