
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ সংসদে হামলার ঘটনায় দিল্লি পুলিশের জালে আরও এক। ঘটনার মূল চক্রী ললিত ঝা’র ঘনিষ্ট বন্ধু মহেশ কুমাওয়াতকে গ্রেফতার করেছে পুলিশ। এখন পর্যন্ত সংসদ হামলার ঘটনায় গ্রেফতারের সংখ্যা হল ৬।
দিল্লি পুলিশ সূত্রে খুবর, মহেশ কুমাওয়াত ললিতের সঙ্গে গত বুধবার গভীর রাতে দিল্লির পার্লামেন্ট হাউস থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। তখন ললিতকে গ্রেফতার করা হলেও মহেশকে গ্রেফতার করা হয়নি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
মহেশও এই হামলার অন্যতম চক্রী বলে দাবি পুলিশের। সাংসদের বাইরে বিক্ষোভ দেখানোর দায়িত্ব ছিল মহেশ ও আরও একজনের ওপর। দিল্লি পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সংসদে হামলার আগের দিন রাতে হামলাকারীরা একটি বৈঠক করে। কিন্তু সেই বৈঠকে মহেশ কুমাওয়াত সময়ে না পৌঁছোতে পারেনি। তাই শেষ মুহূর্তে সাংসদের বাইরে বিক্ষোভ দেখানোর দায়িত্ব দেওয়া হয় নীলম ও অমলকে।
আরও জানা গিয়েছে, মহেশ সংসদে না গেলেও ললিতের সঙ্গেই ছিলেন। অভিযোগ, ললিতকে প্রমাণ লোপাটে সাহায্য করেছিলেন তিনি। হামলার রাতে মূল চক্রী ললিত ঝা রাজস্থানে গেলে তাঁকে সেখানে থাকতে সাহায্য করেছিলেন মহেশ। তাঁর কথা মত, মোবাইল পুড়িয়ে ফেলে ললিত।