
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লীঃ টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার ইস্যুতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর ভবিষ্যৎ নির্ধারিত হতে চলেছে শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহে। শীতকালীন অধিবেশনের প্রথম দিন অর্থাৎ সোমবার এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়তে পারে, বলে সূত্রের খবর। তার উপর ভোটাভুটি এবং মহুয়ার সাংসদ পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সংবিধান অনুসারে, এথিক্স কমিটির রিপোর্টের পক্ষে বেশি ভোট পড়লে মহুয়ার সাংসদ পদ খারিজ হবে। লোকসভায় সংখ্যাধিক্যের নিরিখে তা হওয়ার সম্ভাবনাই অধিক।
প্রসঙ্গত, সংসদে টাকা নিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সাংসদ মহুয়া। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন এথিক্স কমিটির সদস্যরা। সংসদের এথিক্স কমিটি গত ৯ নভেম্বরের বৈঠকে তাঁর সাংসদ পদ খারিজের সুপারিশ করে। ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অধিবেশন। প্রথম দিনই মহুয়াকে নিয়ে সেই রিপোর্ট পেশের সম্ভাবনা লোকসভায়।
এদিকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিলেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী । সুপারিশে বেশ কয়েকটি নিয়মের কথা উল্লেখ করে আপত্তি জানিয়েছেন তিনি। স্পিকারের কাছে অধীরের আবেদন, এথিক্স কমিটির রিপোর্ট খুব ভালোভাবে খতিয়ে দেখে তবেই যেন মহুয়াকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।