
সুমন্ত দাশগুপ্ত,নয়াদিল্লিঃ লোকসভা থেকে সাসপেনশনের সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া মৈত্র। বুধবার মামলার শুনানি ছিল বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। মহুয়া মৈত্রর পক্ষ থেকে আদালতে সওয়াল করেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি।
মহুয়ার আইনজীবী কাঠগড়ায় তোলেন এথিক্স কমিটির রিপোর্টকে। অভিষেক মনু সিংভি বলেন, একটি কারণের জন্যই মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ তিনি সংসদের পোর্টালের লগ ইন আইডি শেয়ার করেছেন। তবে লগ ইন অ্যাক্সেস দেওয়া হলেও পোর্টালের অ্যাক্সেস মেলে না। কারণ এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সাংসদের কাছেই ওটিপি যায়। কী ভাবে লগ ইন আইডি-পাসওয়ার্ড ব্যবহার করা হবে তার কোনও নির্দিষ্ট নিয়ম নেই।
সাবাল জবাব শেষে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত। একইসঙ্গে লোকসভার সেক্রটারি জেনারেলকে আগামী তিন সপ্তাহের মধ্যে এই মর্মে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যদিও মহুয়াকে সংসদের অধিবেশনে অংশ নেওয়ার অনুমতি দেয়নি সুপ্রিম কোর্ট।