
সুমন্ত দাশগুপ্ত,নয়াদিল্লিঃ গত শুক্রবার এথিক্স কমিটির প্রস্তাব মেনে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে। তারই প্রতিবাদে এবং এথিক্স কমিটির এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে মামলা দায়ের করেছিলেন কৃষ্ণনগরের সদ্য প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া। বুধবার তাঁর আইনজীবী মামলার দ্রুত শুনানির আর্জি জানান। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি এস কে কাওলের ডিভিশন বেঞ্চ।
বৃহস্পতিবার অথবা শুক্রবার দুপুর ২টয় শুনানির আর্জি জানিয়েছিলেন মহুয়ার আইনজীবী। কিঁন্তু বিচারপতি ই মেলের মাধ্যমে আবেদন জানানোর নির্দেশ দেন। তিনি জানিয়েছেন, “বিষয়টি আমরা দেখে নেব।” এরপর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেও আর্জি জানিয়েছিলেন মহুয়া। সেই আবেদনও মঞ্জুর করেনি শীর্ষ আদালত।