
তামসী রায় প্রধানঃ লোকসভা থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যলেঞ্জ করে সুপ্রিম কোর্টে বহিষ্কৃত প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সোমবার শীর্ষ আদালতে ওয়েবসাইটে প্রাথমিক ভাবে মামলা দায়ের করলেন তিনি। শীঘ্রই ওই মামলা শুনানির জন্য আদালতে তালিকাভুক্ত হতে পারে। লোকসভায় মহুয়ার বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে।
মহুয়ার প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদ্রাই ও একই অভিযোগ তোলেন। বিষয়টি তদন্ত করে লোকসভার এথিক্স কমিটি। সেই তদন্তের রিপোর্ট শুক্রবার লোকসভায় আনুষ্ঠানিক ভাবে পেশ করেন এথিক্স কমিটি। মহুয়াকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে রিপোর্টে। সেদিনই লোকসভার এথিক্স কমিটির প্রস্তাব মেনে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়।