
নিজেস্ব প্রতিনিধিঃ ফের সংসদে ফিরে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ তিনি বলেন, ‘আমার মুখ বন্ধ করতে গিয়ে আপনাদের ৬৩ জন সাংসদের মুখ পাকাপাকি ভাবে বন্ধ হয়ে গেল৷’
প্রসঙ্গত গত বছর ডিসেম্বর মাসে সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে মহুয়ার সাংসদ পদ খারিজ হয়৷ এবার কৃষ্ণনগর কেন্দ্র থেকে ফের তাঁকেই প্রার্থী করে তৃণমূল৷ ফের কৃষ্ণনগর কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদে গিয়েছেন মহুয়া মৈত্র।