
প্রশান্ত দাস, মালদা : রাজ্যে হকার-উচ্ছেদ নিয়ে যখন রাজনৈতিক চাপানউতোর চরমে, তখন মালদহ জেলায় শুরু নয়া বিতর্ক.
রথযাত্রার দিন ঢাকঢোল পিটিয়ে ইংরেজবাজার পৌরসভার দুই নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় পুরনো জাতীয় সড়কের পাশে উদ্বোধন করা হয় হকার্স কর্নার। আর এই হকার্স কর্ণার ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের অভিযোগ, এটি অবৈধ নির্মাণ। ইতিমধ্যেই পূর্তদপ্তর থেকে পুরসভাকে চিঠি দিয়ে জানানো হয়েছে, পূর্ত দপ্তরের জায়গার উপর অবৈধভাবে এটি নির্মাণ করা হয়েছে। যদিও সেই অভিযোগ মানতে নারাজ পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।
জানা যায়, এই হকার্স কর্নারে ৫৭ জন হকারকে ব্যবসা করার জন্য প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে। ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলর অম্লান ভাদুড়ির অভিযোগ, এই রাজ্য চালায় তৃণমূল. এই পুরসভাও চালায় তৃণমূল. যেখানে মুখ্যমন্ত্রী বলছেন, সরকারি জায়গায়ও কোন অবৈধ নির্মাণ করা যাবে না। সেখানে কোনও অনুমতি ছাড়াই পুরসভা এই নির্মাণ করেছে।
পাল্টা পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, গরিব মানুষকে এখানে ব্যবসা করার জন্য ব্যবস্থা করেছে পুরসভা। নির্দিষ্ট ভাবে অনুমতি নেওয়া হয়েছে বলে তার দাবি। বিজেপি মানুষের কথা ভাবে না বলেও কটাক্ষ করেন তিনি।