
প্রশান্ত দাস, মালদা : ফের রক্তাক্ত উর্দিধারীরা. ঘটনাস্থল মালদার মানিকচক. মালদার মানিকচকে রাস্তা অবরোধের জেরে তুমুল উত্তেজনা। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ উত্তেজিত জনতার। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি. এমনকি, পুলিশকর্মীদের আটকে রেখে মারধরের অভিযোগ পর্যন্ত উঠছে। আক্রান্ত আইসি পার্থসারথি হালদার-সহ কয়েকজন পুলিশকর্মী। এদিকে, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় জখম হয়েছেন ২ জন।
এ বিষয় জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার য়াদব জানান, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে.
পুলিশ-জনতার সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচকে. এই ঘটনায় মালদার এসপি-র কাছে রিপোর্ট চাইলো নবান্ন.