
ওঙ্কার ডেস্ক:২৬০০০ হাজার শিক্ষকের চাকরি খেয়ে উল্লাস করছে। নিজের ভাইবোনের চাকরি গেলে এই কাজ করতে পারতো?।শিক্ষকদের চাকরি যাওয়া নিয়ে ফের নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন মমতা বন্দোপাধ্যায়। শুভেন্দু কে আক্রমণ করে মমতা আরোও বলেন ও বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে ও শুদ্ধ হয়ে গেছে।সোমবার জঙ্গিপুরের জনসভা থেকে শুভেন্দু কে আক্রমণ করার পাশাপাশি মধ্যপ্রদেশে বিজেপির জমানায় শিক্ষা ক্ষেত্রে হওয়া ব্যাপম কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে ও আক্রমণ করেন কেন্দ্র সরকারকে।