
ওঙ্কার ডেস্ক:গতকাল অর্থাৎ সোমবার থেকে ১০০ দিনের কাজের বকেয়া টাকা দিতে শুরু করেছে রাজ্য সরকার।মঙ্গলবার পুরুলিয়ায় সরকারি পরিষেবা অনুষ্ঠানে এসে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি এদিনের সভা থেকে কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন , রাজ্যের প্রাপ্য টাকা আটকে দেওয়ার জবাব আগামী লোকসভা নির্বাচনে বঞ্চিত সাধারণ মানুষ ব্যালট বাক্সে দেবেন।এছাড়া ১ লা এপ্রিলের মধ্যে আবাস যোজনার টাকা কেন্দ্র যদি না দেয়,সেই টাকাও রাজ্য দেবে বলে এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী