
ব্যুরো রিপোর্ট:দিল্লীর রামলীলা ময়দানে যখন ইন্ডিয়া জোট নিয়ে বৈঠক হচ্ছে ,তখন কৃষ্ণ নগরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানালেন বাংলায় “ইন্ডিয়া”জোট হয়নি।এখানে আমরা একাই লড়বো।সিপিএম ,কংগ্রেস, ভোট দেওয়ার অর্থ বিজেপিকেই ভোট দেওয়া। এই ভাবেই কৃষ্ণ নগরের জনসভা থেকে ফের একলা চলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি মহুয়া মিত্রের সমর্থনে করা এদিনের জনসভা থেকে নাম না করে আই এস এফ কেও আক্রমণ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। এছাড়াও ক্ষমতায় এলে লক্ষীর ভান্ডারে বেশি টাকা দেওয়ার বিজেপির প্রতিশ্রুতি কেও কটাক্ষ করেন তিনি।