
ওঙ্কার ডেস্ক:আলু-পেঁয়াজের মূল্যবৃদ্ধির জন্য ‘মিডলম্যান’-দের দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কৃষি বিপণন দপ্তরের চেয়ারম্যান পদ থেকে ওঙ্কার সিং মিনাকে সরিয়ে দিয়ে আনা হলো বেচারাম মান্নাকে।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ‘ আগেই আমি বলেছিলাম রাজ্যের যা প্রয়োজন সেই পরিমাণ আলু যতক্ষণ না উঠেছে ততক্ষণ আলু রফতানি করা যাবেনা । কিন্তু আমার সেই নির্দেশ মানা হচ্ছেনা।
চাষিরা এই ঘটনায় যুক্ত না থাকলেও কিছু মিডলম্যান এক্ষেত্রে সক্রিয় রয়েছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি পুলিশের নিচুতলার একাংশের ভূমিকায় ও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এছাড়া ও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যের বিভিন্ন জায়গায় নাকা চেকিং করা উচিত। কোন রাজনৈতিক নেতা ও সি এস এফ পয়সা খেলে তাদের বিরুদ্ধে ও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আলু পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে সমস্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি সিআইডিতে রদবদল করতে চান তিনি বলেও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান