
স্পোর্টস ডেস্ক :লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। প্রায় সব এক্সিটপোলকে মিথ্যা প্রমাণিত করে রাজ্য থেকে ২৯ আসন পেয়েছে তৃণমূল। আর তৃণমূলের এই সাফল্যর পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে শুভেচ্ছা জানাতে গেলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার আর সহ সচিব রূপক সাহা। এদিন মিষ্টির হাঁড়ি নিয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি লাল হলুদ উত্তরীয় পড়িয়ে দেন। এরপরেই উঠে আসছে বিতর্ক। অতীতে বাংলার খেলাধুলোর কোনো ক্লাবকে সরাসরি রাজনৈতিক দলের সাফল্যতে এভাবে যুক্ত থাকতে দেখা যায়নি।