
সোমনাথ মুখোপাধ্যায়ঃ রাজ্যে পালিত হচ্ছে কন্যাশ্রী দিবস। রাজ্যজুড়েই নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার সকালে সকল কন্যাশ্রীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার এক্স হ্যান্ডেলে পোষ্ট করে লেখেন, ‘গরিব-বড়লোক নির্বিশেষে রাজ্যের সব মেয়ে এখন কন্যাশ্রী! তোমরা এগিয়ে যাও। নিজের নিজের স্বপ্ন পূরণ করো। তোমাদের যে কোনও দরকারে আমি তোমাদের পাশে আছি।’
পাশাপাশি বিদ্যার দেবী সরস্বতীর সঙ্গে রাজ্যের কন্যাশ্রীদের তুলনা করেছেন মমতা। তিনি লিখেছেন, ‘আমার সরস্বতী কন্যাশ্রী। ভবিষ্যতের ভাগ্যশ্রী, আমার সরস্বতী আঁধারেও আলো, সারা বিশ্বে বিশ্বশ্রী। আজ কন্যাশ্রী দিবস। আমার প্রত্যেক কন্যাশ্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’
উল্লেখ্য, ২০১৩ সালের মার্চ মাসে রাজ্যে শুরু হয় কন্যাশ্রী প্রকল্প। ২০১৩ সালের ১৪ অগাস্ট রাজ্য প্রথম পালিত হয় কন্যাশ্রী দিবস। তারপর থেকে প্রতি বছর এই দিনে কন্যাশ্রী দিবস পালন করে রাজ্য সরকার।