
ওঙ্কার ডেস্ক:সি এ এ র জন্য আবেদন করলেই ,তাকে অনুপ্রবেশ কারি বলে চিহ্নিত করা হবে ,হাবড়ার জনসভা থেকে স্পষ্ট ভাষায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।সোমবার দেশ জুড়ে সি এ এ লাগু করেছে কেন্দ্র সরকার।সেই আবহে মঙ্গলবারের জনসভা মমতা দাবি করেন এখন যারা নাগরিকত্বের জন্য আবেদন করবেন তারা বেআইনি অনুপ্রবেশ কারী বলে চিহ্নিত হয়ে যাবেন।তাদের জমি,চাকরি,অর্থ সব বেআইনি হয়ে যাবে।কনসেন্ট্রেশন ক্যাম্প এ পাঠানো হতেও পারে বলে সতর্ক করেন তিনি। এছাড়াও ভোটের আগে মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার জন্য সি এ এ লাগু করা হয়েছে বলেও দাবি করেন তিনি।