
ওঙ্কার ডেস্ক:দীর্ঘ দিন ধরেই উত্তপ্ত সন্দেশ খালি, একাধিক তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পথে নেমেছেন গ্রামবাসীদের একাংশ। মেয়েদের উপর অত্যাচার,জমি দখল, বাড়ি ভাঙচুর, বাড়িঘর কেড়ে নেওয়া থেকে ভূরি-ভূরি অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এই আবহে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”সাধারণ মানুষের সঙ্গে বঞ্চনা কোনও ভাবেই বরদাস্ত করবোনা।
মানুষই বড়। মানুষের উপরে কেউ নয় ।’ মানুষ যেদিন ছুড়ে ফেলে দেবে সেদিন কেউ তাকিয়েও দেখবে না।